আমান উল্যা আমান :
চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ ব্যবসায়ীর দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ের কালিরবাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীসহ দোকান ঘর মালিকের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল মিয়ার তেল ও সিগারেটের দোকানে প্রায় ২০ লাখ টাকা, খোকন গাজীর কনফেকশনারী দোকানে প্রায় ১০ লাখ টাকা, মনির মিজির হোটেলে প্রায় ২ লাখ টাকা এবং সেলুন ব্যবসায়ী রতন চন্দ্র শীলের প্রায় ২ লাখ টাকা ছাড়াও দোকানঘরের মালিক পুড়ে যাওয়া দোকান ঘরসহ সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যন জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পরিদর্শক (তদন্ত) বাহার মিয়া।