নিজস্ব প্রতিবেদক ”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান ড. শামসুল আলম। মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই। তিনি বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছি। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।
এর আগে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০২১ সালের জুনে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে ৫ম বারের মতো ড. শামসুল আলমের মেয়াদ শেষ হয়। এরপর একই বছরের ১৮ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
ড. আলম ১৯৫১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তার স্ত্রী, দুই পুত্র ও দুই নাতনী রয়েছে।