নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ অনান্য নেতা-কর্মীরা। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে তিনিসহ অনন্য আসামীরা চার্জেও মামলা হাজিরা দেন। মামলাগুলো ছিল- এসসি-৪৯/২১. সন্ত্রাস ১/১৬ ও এসটিসি ৭৬/১৫। এই মামলাগুলোতে বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য নেতাকর্মীরাও হাজিরা দেন।
আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাড. সলিমউল্লা সেলিম, অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, আইনজীবী অ্যাড. সামছুল ইসলাম মন্টু, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরামসহ অন্যান্য আইনজীবীরা।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক আদালতে হাজিরা দিতে আসলে জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আদালত চত্বরে আসেন।