খুরশিদ আলম :
দুই সপ্তাহের ব্যবধানে আবারো জোয়ারের অস্বাভাবিক পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে হাইমচরের বহু জনপদ। বাসা-বাড়ির পাশাপাশি অনেক উঁচু রাস্তাও পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন হাইমচরের হাজার হাজার মানুষ। বিশেষ করে নদীতীরবর্তী ও চরাঞ্চচলের মানুষ সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছেন।
হাইমচর উপজেলার মধ্যচর, সাহেবগঞ্জ, বাহেরচর, মিয়ার বাজার, বাংলা বাজার, নুর বাজার, ঈশানবালা, গাজীপুরসহ বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েকগুণ বেশি পানি প্রবেশ করে বুধবার বিকেল থেকে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত ছিল। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
অস্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। পানিতে অনেক ঘর-বাড়ি, পুকুর-জলাশয়, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, দোকানপাট তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আরো পানি বৃদ্ধি পেলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও স্থানীয়রা আশঙ্কা করছেন। মেঘনার পানি ফুলে ওঠায় ও স্রোত বাড়ায় নদীতীরে ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।