শাওন পাটওয়ারী :
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব এ কে এম শফিক উল্যা সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক চাঁদপুর প্রবাহের আয়োজনে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যাপক জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, এএইএম আহসান উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাড. শাহজাহান চৌধুরী, মুনির চৌধুরী, চাঁদপুর প্রবাহের নির্বাহী সদস্য আলহাজ ওমর পাটওয়ারী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক হাসান মাহমুদ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ, তপাদার রাইস মেইলের সত্ত্বাধিকারী হাফেজ মো. জাকির হোসেন, মরহুম শফিক উল্লা সরকারের বড় ছেলে তনয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আল-আমিন, তালহা জুবায়ের, শাওন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার গাজী মো. মহসিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ভোর ৬টা ৫০ মিনিটের সময় ঢাকাস্থ ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ওইদিন চাঁদপুর শহর ও মতলব উত্তরে তিন দফা নামাজে জানাযার পর ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।