শিমুল হাছান :
কক্সবাজারে বেড়াতে গিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জের যুবক আল আমিন পাটওয়ারী (৩৫) স্ট্রোক করে মারা গেছেন। সোমবার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসরত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে। আল আমিন ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আবুল কালাম পাটওয়ারীর ছোট ছেলে।
পরিবারের লোকজন জানান, ২৫ ফেব্রুয়ারি রাতে আল-আমিন তার ছেলে ও স্ত্রীকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ২৬ ফেব্রুয়ারি কক্সবাজার গিয়ে কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের “অপেরা ওসমান” নামের হোটেলের ৫০১০নং কক্ষে অবস্থান করে। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল তাদের।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও একমাত্র ছেলে মেহেরাজকে নিয়ে সমুদ্র সৈকত গিয়ে সমুদ্রে নেমে পড়েন। এর কিছুক্ষণ পর আল আমিনের শরীরে অস্বস্তি দেখা দিলে রুমে চলে আসেন। রুমে আসার পর তার অবস্থা আরো বেগতিক হয়। তার বুকে প্রচন্ড বুক ব্যাথা অনুভব করেন। বুক ব্যাথা বেশি দেখে হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।