কচুয়ার উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে আনীত অভিযোগের বিভাগীয় তদন্ত

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের (সাময়িক বরখাস্ত) চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের বিরুদ্ধে আনীত অভিযোগের বিভাগীয় শুনানী হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান এ শুনানী গ্রহণ করেন।

এ সময় তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের উপ-সহসকারি প্রকৌশলী নুর আলমের কচুয়া থানায় ১৯ জুলাই দায়েরকৃত অভিযোগের আলোকে বিবাদী মোঃ শাহজাহান শিশির; ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম, সাংবাদিক মোঃ আলমগীর তালুকদার, বিদ্যালয়ের জমিদাতা প্রিয়তোষ পোদ্দারের সাক্ষাৎকার গ্রহণ করেন।

সাক্ষাৎকার শেষে তিনি ঘটনাস্থল উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয়রা চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে জানান, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান অনন্ত ট্রের্ডাস নির্মাণাধীন ভবনে নিম্নমানের মালামাল পাথর সিলেশন বালু ব্যবহার করেছে। তাছাড়া রাতের অন্ধকারে ঠিকাদারের লোকজন মানুষের অজান্তে ভবনের কাজ করেছে ফলে ভবনের একটি পিলার এখনও বেঁকে আছে।

এ সময় উজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত সুলতানা খানম, নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন