সুজন পোদ্দার :
কচুয়ায় উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সির মৃত্যুর পর তার স্ত্রীর নমুনা রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ চাঁদপুর প্রবাহকে জানান, নমুনা সংগ্রহ করে গত ৮ জুন (সোমবার) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বুধবার তার নমুনা পরীক্ষার রির্পোট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি রহিমানগরের নিজ বাসাতে হোম কোয়ান্টাইনে আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, তার বাসস্থানটি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে লকডাউন করা হয়েছে। তিনি তাঁর সুস্থতা কামনা করেন। এছাড়া কোভিড-১৯ মোকাবেলায় কচুয়াবাসীকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য আহবান জানান।