নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চাঁদপুরে এসে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরী করোনা প্রতিরোধী ফাইজার টিকা। সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ সোমবার সন্ধ্যায় এই টিকা গ্রহণ করেন। তার কার্যালয় সংলগ্ন চাঁদপুর জেলা ইপিআই ভবনের কোল্ড স্টোরে এই টিকা সংরক্ষণ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ সোমবার রাতে চাঁদপুর প্রবাহকে জানান, প্রথম দফায় ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা এসেছে। আগামী বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন চাঁদপুর জেলা ইপিআই ভবনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এই টিকা দেওয়া হবে। জেলার আর কোথাও এই টিকা দেওয়ার ব্যবস্থা নেই আপাতত। কারণ, এই টিকা দিতে হয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে।