ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খোকন চন্দ্র সরকার (৫৮) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রোববার রাত ১টা ৩৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর তিনি কোভিড ১৯ আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে তার নিজ গ্রাম কিশোরগঞ্জ জেলা সদরের বিন্নাটি সরকার বাড়ির পারিবারিক শ্মশানে মরদেহ সৎকার করা হয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির শাহরাস্তি উপজেলার উপদেষ্টা সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির ভূঁইয়া, সভাপতি মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক চিতোষী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রতন চন্দ্র দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।