বিশেষ প্রতিবেদক :
চাঁদপুর জেলায় সন্দেহভাজন আরো ১২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে শুক্রবার। করোনা টেস্টের জন্য এসব নমুনা শনিবার কুমিল্লা হয়ে ঢাকা পাঠানো হবে। এছাড়া পূর্বের ১১জনের রিপোর্ট অপেক্ষমান। সব মিলিয়ে এখন ২৩জনের রিপোর্ট অপেক্ষমান।
দেশে করোনা আক্রান্ত রোগী সনাক্তের পর ইতিপূর্বে চাঁদপুরের ২৬জনের করোনা টেস্টের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২৫জন করোনামুক্ত। ১জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এই ২৬জনের মধ্যে ২৪জনের নমুনা চাঁদপুরে স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়েছে। বাকী দু’জনের নমুনা ঢাকা থেকে আইইডিসিআর’র বিশেষ টিম এসে সংগ্রহ করেছিল। এখন আরো ২৩জনের রিপোর্ট অপেক্ষমান। এছাড়া বিপুল সংখ্যক লোক এখনো পরীক্ষার বাইরে রয়ে গেছেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ শুক্রবার রাতে চাঁদপুর প্রবাহকে জানান, শুক্রবার সারা জেলায় ১২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মতলব উত্তরে ১১জন ও চাঁদপুর সদর হাসপাতালে ১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার জেলায় কোনো নমুনা সংগ্রহ হয়নি। তিনি আরো জানান, শুক্রবার পূর্বে প্রেরণকৃত কোনো নমুনার রিপোর্ট আসেনি।