করোনা টেস্ট : চাঁদপুরে আরো ৬জনের নমুনা সংগ্রহ, পূর্বের ৯জনের রিপোর্ট অপেক্ষমান

বিশেষ প্রতিবেদক :
চাঁদপুর জেলায় সন্দেহভাজন আরো ৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বুধবার। করোনা টেস্টের জন্য এসব নমুনা বৃহস্পতিবার কুমিল্লা হয়ে ঢাকা পাঠানো হবে। এছাড়া সোমবারের ৪জন ও মঙ্গলবার নমুনা সংগ্রহ করা ৫জনের রিপোর্ট এখনো অপেক্ষমান। বুধবার কোনো রিপোর্ট আসেনি। ফলে এখন মোট ১৫জনের রিপোর্ট অপেক্ষমান।

দেশে করোনা আক্রান্ত রোগী সনাক্তের পর ইতিপূর্বে চাঁদপুরের ১৯জনের করোনা টেস্টের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এরা সবাই করোনামুক্ত। এই ১৯জনের মধ্যে ১৭জনের নমুনা চাঁদপুরে স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়েছে। বাকী দু’জনের নমুনা ঢাকা থেকে আইইডিসিআর’র বিশেষ টিম এসে সংগ্রহ করেছিল। এসব রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত চাঁদপুর জেলা করোনামুক্ত। যদিও এখন আরো ১৫জনের রিপোর্ট অপেক্ষমান। এছাড়া বিপুল সংখ্যক লোক এখনো পরীক্ষার বাইরে রয়ে গেছেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার রাতে চাঁদপুর প্রবাহকে জানান, গতকাল সারা জেলায় ৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে ২জন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগে ১জন, মতলব উত্তরে ২জন ও কচুয়ায় ১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)