নিজস্ব প্রতিবেদক :
মতলব দক্ষিণ উপজেলার মুন্সীবাজার এলাকায় মঙ্গলবার র্যাব-১১ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. তাজুল ইসলাম (৪২) কে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন সেটে ধৃত আসামি মো. তাজুল ইসলাম (৪২) “ঞধুঁষ ওংষধস” নামক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বৈশ্বিক আলোচিত বিষয় করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া যায়।
এছাড়া উক্ত মোবাইলে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নানা ধরণের বিভ্রান্তিকর অপপ্রচারসহ যৌন উত্তেজনা সৃষ্টিকারী অর্ধনগ্ন/নগ্ন ভিডিও এবং স্থিরচিত্র সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহিলাদের আইডিতে প্রেরণের প্রমাণ পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।