আবদুস সালাম আজাদ জুয়েল :
করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুরে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হচ্ছে। শনিবার দুপুরে চাঁদপুর পৌরসভার উদ্যোগে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়িযোগে এই ঔষধ স্প্রে করেন।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুর পৌরসভায় সহায়তায় আমরা বিভিন্ন সড়ক ও এলাকায় জীবাণুনাশক ঔষধ স্প্রে কার্যক্রম শুরু করেছি। শনিবার শহরের কুমিল্লা সড়ক, কালীবাড়ি, বাসস্ট্যান্ড, মুক্তিযোদ্ধা সড়ক, রেলওয়ে স্টেশন, বিপণীবাগসহ বিভিন্ন এলাকায় এই ঔষধ স্প্রে করা হয়।
চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাসির উদ্দিন আহমেদ জানান, শহরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা জীবাণুমুক্ত রাখতে এই জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হচ্ছে। এছাড়া পৌর নাগরিকদের মাঝে সচেতনতা বাড়াতে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে লিফলেট, হ্যাক্সিসল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।