কবির হোসেন মিজি :
করোনা আক্রান্ত সন্দেহে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাইমচরের গন্ডামারা এলাকা থেকে আসা এক যুবককে ভর্তি করা হয়েছে। রোববার তাকে ভর্তি করা হয়। অন্যদিকে পূর্বের ভর্তিকৃত একজনের রিপোর্ট করোনা নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়।
স্বজনরা জানায়, গতকাল ভর্তি হওয়া যুবকের করোনার উপসর্গ রয়েছে। রোববার স্বজনরা তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালের আলাদা ভবনের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেন। করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কেন্দ্রে পাঠাবো।
বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪জন রোগী চিকিৎসাধীন বলেও জানান তিনি।