চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর কিশোর ফুটবল একাডেমীর পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাবস ও জীবানুনাকশ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমনরোধে শনিবার বিকেলে শহরের ইলিশ চত্ত্বর এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
একাডেমীর কর্মকর্তারা রাস্তায় চলাচলকারী বিভিন্ন পথচারী, যানবাহনের চালকদের মাঝে ৫শতাধিক মাস্ক, হ্যান্ড গ্লাবস বিতরণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের হাত জীবানুমুক্ত রাখতে জীবানুনাশক দেওয়া হয়।
এ সময় উপিস্থিত ছিলেন কিশোর ফুটবল একাডেমীর সভাপতি আবু নাসের বাচ্চু পাটোয়ারী, সাধারণ সম্পাদক নাছির চোকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন।