নিজস্ব প্রতিবেদক :
২০১৫ সালে গাড়ি পোড়ানোর অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন তিনি।
তার আইনজীবী অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু জানান, মঙ্গলবার সকালে শেখ ফরিদ আহমেদ মানিক অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারাহানা ইয়াসমিনের আদালতে হাজিরা দেন। এই দু’টি মামলায় ইতিপূর্বে দীর্ঘদিন কারাবরণও করেছিলেন শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি আরো বলেন, এসব ঘটনায় শেখ ফরিদ আহমেদ মানিক জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়রানীর উদ্দেশ্যে এসব মামলায় তাকে জড়ানো হয়েছে।
এদিকে শেখ ফরিদ আহমেদ মানিক আদালতে হাজিরা দিবেন শুনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতা আদালত এলাকায় উপস্থিত হন এদিন সকাল থেকেই।