বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সেলিম গাজীর রিট পিটিশন-নং ৭১৪০/২০২১ এর ১২ সেপ্টেম্বর তারিখের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের আদেশ দেন নির্বাচন কমিশন ইসি।
সোমবার (১৫ নভেম্বর) বিকেলে নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষর করা এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়েছে। এতে করে আগামী ২৮ নভেম্বর জহিরাবাদ ইউনিয়নের নির্বাচন হচ্ছে না।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয় ইসি।
প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও এর অনুলিপি প্রদান করা হয়েছে।
জানাযায়, জহিরাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সেলিম গাজীর রিটে উল্লেখ করেছেন, ইউনিয়ন ৯টি ওয়ার্ডের মধ্যে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বিন্যাস সঠিকভাবে করা হয়নি। একই স্থানে দু’টি ওয়ার্ডের ভোট কেন্দ্র করা হয়েছে। এতে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে।