চাঁদপুরের নদীতীরে মাটি কাটায় ৮জনকে আটক : মোবাইল কোর্টে ১ বছর করে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নদীপাড়ের ফসলী জমি থেকে মাটি কেটে নেওয়ার দায়ে ৮জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টে তাদের প্রত্যেককে ১ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আটককৃতরা বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছে।

শুক্রবার দুপুরে চাঁদপুরর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের আলুরবাজার ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিন চৌধুরী। অভিযানশেষে আটককৃতদের সাজা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একদল লোক নদীতীরের ফসলী জমির মাটি মেশিন দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে এই তথ্য পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিন চৌধুরী পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে ৮জনকে আটক করেন তিনি। অপরাধ স্বীকার করায় প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, বেআইনিভাবে ফসলী জমি নষ্ট করা এবং পরিবেশ দূষণ হয় এমন ইটভাটা ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)