চাঁদপুরের পুলিশ সুপারসহ আরো ৮ পুলিশের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের পুলিশ সুুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) এর নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এছাড়া চাঁদপুর পুলিশ লাইন্সের আরো ৭জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার সকালে পুলিশ সুপারের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূূত্রে জানা যায়, পুলিশ লাইন্সের আরো ৭জনের সদস্যের নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে মঙ্গলবার।

এর আগেও চাঁদপুর জেলা পুলিশের কমপক্ষে ৬০জন কর্মকর্তা ও সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাইমচর থানার অফিসার ইনচার্জও রয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন