চাঁদপুরের ফরিদগঞ্জে গোলাগুলিতে আসামী গুলিবিদ্ধ : পুলিশের ২ এএসআই আহত

ছবির ক্যাপশন : হাসপাতালের বেডের চিকিৎসাধীন পুলিশের দুই এএসআই।

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জের রামপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে পুলিশের সাথে আসামীপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মার্চ) শেষ বিকেলে এই ঘটনা ঘটে। এতে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল শাহ (৩৫) বুকে গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণিক তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে আনার পর অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশি প্রহরায় রাতেই রুবেল শাহকে ঢাকা নেওয়া হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয়। এ ঘটনায় আহত হয়েছেন ফরিদগঞ্জ থানার এএসআই মোঃ জামশেদ ও শফিক মিয়া। তাদেরকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোঃ সহিদ হোসেন শুক্রবার রাতে চাঁদপুর প্রবাহকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রামপুর বাজার এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গেলে আসামী রুবেল শাহ পুলিশের উপর হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পুলিশ তাদের জান, মাল ও সরকারি অস্ত্র রক্ষায় গুলি চালায়। গোলাগুলিতে আসামী রুবেল শাহ গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের ২জন এএসআই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রুবেল শাহ’র কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন জানান, আহত অবস্থায় ২জন পুলিশ কর্মকর্তা ও ১জন আসামীকে হাসপাতালে আনা হয়। আসামীর অবস্থা খারাপ হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল শুক্রবার রাতে চাঁদপুর প্রবাহকে জানান, গুলিবিদ্ধ রুবেল শাহ’র অবস্থা গুরুতর। তার বুকে ও পাশে ২টি গুলি লেগেছে। শরীরের ভেতরে গুলি রয়ে গেছে নাকি বের হয়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।

এ ঘটনার পর ঘটনাস্থল, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদগঞ্জ থানা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম।

স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ উপজলোর ১২নং চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল শাহ ওই গ্রামের নজরুল শাহ’র ছেলে। তার বিরুদ্ধে হাইমচরে প্রধানমন্ত্রীর সফরকালে প্রধানমন্ত্রীকে হুমকির ঘটনায় (জিআর ৭/১৮) মামলা, একই থানার ডাকাতির ঘটনায় (জিআর ৬৮/১৩, জিআর ৯৫/১৮, জিআর ২৪৯/১৮)সহ ৬টি মামলায় ওয়ারন্টে রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)