নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচরের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে আওয়ামী লীগের ফেইসবুক পেইজে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ফরিদগঞ্জে নৌকা প্রতীক পেলেন যারা : বালিথুবা পশ্চিমে মো. বাহা উদ্দিন, বালিথুবা পূর্বে জি এম হাসান তাবাচ্ছুম, সুবিদপুর পূর্বে মো. শারাফত উল্যা, সুবিদপুর পশ্চিমে পারভেজ হোসাইন, গুপ্টি পূর্বে আবদুল গনি পাটওয়ারী, গুপ্টি পশ্চিমে রফিকুল ইসলাম, পাইকপাড়া উত্তরে মোহাম্মদ আলাউদ্দিন, গোবিন্দপুর উত্তরে সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিণে মো. আলা উদ্দিন আহমেদ, রূপসা উত্তরে মো. ওমর ফারুক, রূপসা দক্ষিণে মো. শরীফ হোসেন, চরদু:খিয়া পূর্বে মাহমুদুল হাসান, চরদু:খিয়া পশ্চিমে মোরশেদ আলম মুরাদ।
হাইমচরে নৌকা প্রতীক পেলেন যারা : নীলকমল ইউনিয়নে মো. সালাউদ্দিন আহাম্মেদ, আলগী দুর্গাপুর উত্তরে মো. আতিকুর রহমান।
কচুয়ায় নৌকা প্রতীক পেলেন যারা : সাচারে মিন্নত আলী তালুকদার, পাথৈরে মো. কামাল হোসেন মিয়াজী, বিতারা মো. রাজীব আহমেদ পালাখাল মডেলে আবদুল আহাদ, সহদেবপুর পশ্চিমে আলমগীর হোসেন, কচুয়া উত্তরে আখতার হোসাইন, কচুয়া দক্ষিণে মো. আলী আজগর প্রধান, কাদলায় মো. রফিকুল ইসলাম লালু, কড়ইয়ায় মো. আ. ছালাম, গোহট উত্তরে মো. কবির হোসেন, গোহট দক্ষিণে মো. আমির হোসেন, আশ্রাফপুরে মো. ওমর ফারুক।