চাঁদপুরের মতলব উত্তরে ঝড়ের কবলে পড়ে দুই ভাই হতাহত

কামাল হোসেন খান :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় ঝড়ের কবলে পড়ে গাছ চাপায় শাহাদাত (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। তার ভাই সাব্বির (১৮) গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। ঝড় দেখে মোটরসাইকেলযোগে তারা বেলতলী বাজার থেকে বাড়ি ফিরছিল। রোববার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত ও সাব্বির বেলতলী বাজারে তাদের ওয়ার্কশপে কাজ করছিল। ঝড় দেখে ওয়ার্কশপ বন্ধ করে তারা বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাজারের অদূরে প্রচন্ড ঝড়ের সময় একটি গাছের নিচে চাপা পড়েন তারা। স্থানীয়রা দ্রুত তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল হাসান পরীক্ষা-নিরীক্ষার পর শাহাদাতকে মৃত ঘোষণ করেন। সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শাহাদাত ও সাব্বির আপন ভাই। তাদের বাবার নাম মোঃ শুকুর আলী। মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা তারা। দুই ভাইয়ের এমন হতাহতের ঘটনায় তাদের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)