চাঁদপুরের বহুল আলোচিত ফাইভ স্টার পার্কে মোবাইল কোর্ট 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বহুল আলোচিত ফাইভ স্টার শিশু পার্কে বণ্য প্রাণীর যত্ন না নেয়ায় এবং বন্যপ্রাণী সংরক্ষণ করার কোন লাইসেন্স না থাকায় পার্কের মালিক মিজানুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজ। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চাঁদপুর মডেল থানা পুলিশ।

 

‘ইউএনও চাঁদপুর সদর’ ফেসবুকে লিখেন- ‘‘আজ মুখবই এ একটি পোস্ট আমার নজর কাড়ে। পোস্টটি ছিলো এমন যে, চাঁদপুর বাবুরহাটে অবস্থিত ‘ফাইভ স্টার শিশুপার্ক’এ কয়েকটি বানর ও একটি অজগর রয়েছে এবং তাদের যত্ন নেয়া হচ্ছে না ঠিক মতো। তাৎক্ষণিকভাবে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। বন্যপ্রাণী সংরক্ষণ করার কোন লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ২৪ ধারা লংঘনের দায়ে ১০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় উক্ত শিশু পার্ক এর ম্যানেজার মিজানুর রহমানকে।’’

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)