চাঁদপুরের মেঘনায় জাল ও জাটকাসহ আটক ৮ জেলেকে অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে জাটকা ও অবৈধ কারেন্ট জালসহ আটক ৮ জেলেকে ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।

আটক জেলেরা হলো : চাঁদপুর সদর উপজেলার মো. শাকিল, মো. আক্তার, মো. মোস্তফা, মো. রায়হান, মো. সজিব, মো. নবির হোসেন, মো. সোলেমান ও মো. খায়রুল।

হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টা হতে রাত ১১টা পর্যন্ত কোস্টগার্ডের অভিযানে ৯০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার জাল জব্দ ও ৮জন আসামি আটক করা হয়।

জব্দকৃত জাটকা স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রিগ্যান চাকমা মোবাইল কোর্টে আসামীদের বয়স বিবেচনায় জনপ্রতি ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় কোস্টগার্ড সিসি পেটি অফিসার মো. এমদাদুল হকসহ তার সহযোগী টিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)