চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধ ড্রেজারের পাইপ কেটে ড্রেজিং বন্ধ

ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধবাবে ডাকাতিয়া নদী থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনের পাইপ কেটে ড্রেজিং বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এই আদালত পরিচালনা করেন।

জানা যায়, এক শ্রেণির অসাধু বালি ব্যবসায়ী ড্রেজারযোগে ডাকাতিয়া নদী হতে বালি উত্তোলন করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ডাকাতিয়া নদীর খিলা ও ঘুঘুরচপ অংশে অভিযান চালান। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন করার কারণে মোবাইল কোর্ট ড্রেজার মালিককে ঘটনাস্থলে না পেয়ে ড্রেজারের পাইপ ভেঙ্গে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর যে কোন অংশে অবৈধভাবে বা অনুমোদনবিহীন ড্রেজার স্থাপন এবং বালি উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কোথাও অবৈধ ড্রেজার স্থাপন বা বালু উত্তোলন করলে সে তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)