জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে ডুবরী দল। নিহত যুবক হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের দাইমুদ্দিনের ছেলে আ. করিম (২৪)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় যুবক আ. করিম। বিষয়টি লক্ষ্য করে খেয়াঘাটের মাঝি আ. মজিব। এ সময় তার পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা প্রাথমিক ভাবে নদীর দুই পাশে করিমকে খোঁজাখুজি শুরু করে।
এর পরপর’ই খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাশাপাশি চাঁদপুর ডুবরীর দল নদীতে উদ্ধার কাজ চালায়। প্রায় দুই ঘন্টা ধরে চেষ্টার পর বিকেল ৫টার দিকে আ. করিমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবরির দল। স্থানীয়দের ধারণা, নদীর জোয়ারে পানিতে ডুব দিতে গিয়ে যুবক কূলে উঠতে পারেনি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান পৌর প্যানেল মেয়র আজাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণির মানুষ। পুরো উদ্ধার কাজ চলমান অবস্থায় নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। নিহত যুবক আ. করিমের টোরাগড় দক্ষিণ পাড়ায় শোকের মাতন দেখা যায়।