নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জে যুবতীকে গণধর্ষের অভিযোগে দুই যুবককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। সোমবার হাজীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। তারা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী। আটককৃতরা হলো- মোঃ মহিন উদ্দিন (২৬) ও মোঃ শাকিল হোসেন(২৪)। তাদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার নোয়াদ্দা গ্রামে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গন্ধর্ব্যপুর ইউনিয়নের জয়সারা গ্রামের ওই যুবতী গত শনিবার সন্ধ্যায় মোবাইল ফোন ক্রয় করতে হাজীগঞ্জ বাজারে আসে। এরপর সে ’নদী বাড়ি রেস্টুরেন্ট’-এ যায়। সেখানে ওই দুই যুবকের সাথে তার পরিচয় হয়। এরপর যুবকরা তাকে পাশ্ববর্তী নির্জন স্থানে নিয়ে রাতভর গণধর্ষণ করে। রোববার সকালে মেয়েটি বাড়ি গিয়ে ঘটনা জানায়। রাতে হাজীগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। হাজীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা (নং ১৯/১৪৫, তারিখ-২৪/০৫/২০২১) দায়েরের পর রাতেই তাদের আটক করা হয়। সোমবার সকালে তাদেরকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।