বোরহান উদ্দিন ডালিম :
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী চাঁদপুরের ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) এই নির্বাচনে মতলব উত্তর উপজেলার ১৪টি ও মতলব দক্ষিণের ৪টি ইউনিয়নে নির্বাচন হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
মতলব উত্তরের ইউনিয়নসমূহ : ষাটনল, বাগানবাড়ি, সাদুল্যাপুর, দুর্গাপুর, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, জহিরাবাদ, ফতেপুর (পূর্ব), ফতেপুর (পশ্চিম), ফরাজীকান্দি, ইসলামাবাদ, সুলতানাবাদ ও গজরা। উল্লেখ্য, তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউপিতে ভোট হবে।
মতলব দক্ষিণের যে ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে : নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ।