নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে স্কুলগুলোর ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে পাঠদানের ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আপনাদের ছাত্র-ছাত্রীদের ফোনে সময় জানিয়ে দিয়ে ফেইজবুক লাইভ এ এসে তাদের পড়ানো শুরু করতে পারেন। এ ক্ষেত্রে হাসান আলী উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়, অন্যান্য স্বনামধন্য স্কুল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এ অধ্যয়নরত চাঁদপুরের মেধাবী সন্তানেরা স্কুল শিক্ষার্থীদের জন্য অনলাইন পড়ালেখা উপহার দেয়ার জন্য নিজস্ব কৌশল ব্যবহার করতে পারেন এবং সে সাথে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা জনগনকে সচেতন করতে অনুগ্রহপূর্বক কাজ শুর” করার আহবান জানাচ্ছি। আমাদের যার যা আছে তাই নিয়ে এ দুর্যোগ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ার আহবান জানাচ্ছি।