চাঁদপুরে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় পুকুর ও নিচু জমিতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু ও মাটি উত্তোলন করায় নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারগাঁও, উত্তর বারগাঁও ও নাউজান এলাকায় ৬টি ড্রেজার মেশিনসহ প্রায় ৫ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে। ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তিনি ড্রেজার মালিককে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

এ সময় তিনি বলেন, বালু ও মাটি উত্তোলনের ফলে আশপাশের জমি ও বাড়ি এবং একইভাবে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। পরিবেশ ও ফসলী জমি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)