শরীফুল ইসলাম :
চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১০জনকে আটক করা হয়। শনিবার ভোরে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে মোহনপুর নৌ-পুলিশ।
মোহনপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মনিরুজ্জামান জানান, মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ অবৈধভাবে বালু উত্তোলন করার খবর আসে। এ সময় মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আল এমরান খানকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করি। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ ১০জন আটক করি।
তিনি আরও বলেন, আটককৃতদের মোবাইল কোর্টে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।