চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চিপস উৎপাদন করায় জরিমানা

ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক স্টেশন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চিপস উৎপাদন এবং ভুয়া মোড়কজাতের অভিযোগে নিউ চিটাগাং বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ নুর হোসাইন রুবেল ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে উপজেলার ওয়ারুক ষ্টেশন এলাকার নিউ চিটাগাং বেকারী অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চিপস উৎপাদন এবং ভুয়া মোড়কজাত করার অভিযোগের সত্যতা পান। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ নুর হোসাইন রুবেল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ ও ৪৩ মোতাবেক ওই বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এতে প্রসিকিউশন অফিসার হিসেবে ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মো. ফায়দুল্যাহ মিঞা। সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এস,আই) শেখ কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)