নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাশেম (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামের বাসিন্দা। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবুল হাশেম গত ১৮ মে বিকেল ৩টার দিকে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ মে) রাত ৯টার দিকে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১২১জন।