নিজস্ব প্রতিনিধি :
আগুনে পুড়ে মেরিন কাজী (১৬) নামের প্রতিবন্ধী এক কিশোরীর মৃত্যু হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের পশ্চিম রাধাসার গ্রামের কাজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মেরিন ওই গ্রামের কাজী বাড়ির মৃত ইউসুফ কাজীর মেয়ে।
এলাকাবাসী জানায়, গত ৭ মার্চ সকালে ইউসুফ গাজীর ঘরে আগুন লাগে ঘটনার ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় সেই আগুন নেভানোর সময় দেখাযায় ঘরের ভেতরে প্রতিবন্ধী কিশোরি আগুনে জ্বলছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা মেডিকেলে নেয়ার পথে মেরিনার মৃত্যু হয়।
স্থানীয় হাবিব কাজী জানান, প্রতিবন্ধী মেয়েটি মেয়েটি একা একা রুটি বানাতে গিয়ে তার গায়ে আগুন ধরে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
মেরিনা কাজীর আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন। তিনি জানান, তারা ৩ বোনের মধ্য এই মেয়েটিসহ অপর আরেক বোন প্রতিবন্ধী রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে দুই বোনকে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে।