নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
তিনি বলেন, বাংলাদেশ আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় ও কুমিল্লা রেঞ্জের সার্বিক তত্ত্বাবধানে জেলায় আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁদপুরের ৮টি উপজেলায় ৫০ জন করে অসহায়-দুস্থ আনসার সদস্যের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ। অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।