চাঁদপুরে আরো ১২জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ১৩০

সদর উপজেলায় আক্রান্ত ৭৭জন : চাঁদপুর পৌর এলাকার রোগী সংখ্যা ৭০জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১১জন (শহরের ১০জন) ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। শনিবার রাতে এই রিপোর্ট পাওয়া যায়। একই দিন দুপুরে আরো ৭জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছিল। অর্থাৎ শনিবার দুই দফায় চাঁদপুরের ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১জন। সুস্থ হয়েছেন ২১জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে শনিবার রাতে এসব তথ্য জানানো হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন চাঁদপুর প্রবাহকে জানান, সারা জেলার ১৩০জন করোনা রোগীর মধ্যে ৭৭জন’ই চাঁদপুর সদর উপজেলার। শুধুমাত্র চাঁদপুর পৌর এলাকার রোগী সংখ্যা ৭০জন। যা সারা জেলার মোট রোগীর অর্ধেকেরও বেশি। সদর উপজেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪জন।

চাঁদপুর শহরে নতুন করে আরো যে ১০জন করোনা রোগী শনাক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন : ওয়্যারলেস এলাকার ৩জন, মমিনপাড়ার ১জন, সদর মডেল থানার ১জন, প্রফেসরপাড়ার ১জন, বাবুরহাটের ২জন, হাজী মহসিন রোডের ১জন এবং স্টেডিয়াম রোডের ১জন।

সিভিল সার্জন অফিসে সূত্র আরো জানায়, শনিবার রাতে আরো ৪৫জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২জন পজেটিভ। আর বাকী ৩৩জনের রিপোর্ট করোনা নেগেটিভ। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৩০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৭, ফরিদগঞ্জে ১৬, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৭, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ২জন।

শেয়ার করুন

মন্তব্য করুন