চাঁদপুরে আরো ১৫জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ১৮৯০

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার আরো ১৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১২জন, মতলব দক্ষিণের ২জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন।

একই দিনে করোনামুক্ত তথা করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫জন। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, মতলব দক্ষিণের ২জন, মতলব উত্তরের ৫জন, কচুয়ার ২জন ও হাজীগঞ্জের ২জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ৭১টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৫টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৫৬টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৯০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৪৭জন, ফরিদগঞ্জে ২১৬জন, মতলব দক্ষিণে ২০৩জন, শাহরাস্তিতে ১৯০জন, হাজীগঞ্জে ১৮১জন, মতলব উত্তরে ১৪৭জন, হাইমচরে ১২৮জন ও কচুয়ায় ৭৮জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭১১২টি। রিপোর্ট এসেছে ৬৯৬৯টি। রিপোর্ট অপেক্ষমান ১৪৩টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৮৯০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২৬৯জন। চিকিৎসাধীন আছেন ৫৪৬জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৫৯জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬২৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩০জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৮২১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৩৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৪৭০জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)