চাঁদপুরে আরো ১৭জনের করানা শনাক্ত : মৃত বেড়ে ২১জন

নতুন আক্রান্তদের মধ্যে হাজীগঞ্জের সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতও রয়েছেন

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে আরো ১৭জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৬জন, মতলব দক্ষিণের ৪জন, হাজীগঞ্জের ৩জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ১জন রয়েছেন। এর মধ্যে হাজীগঞ্জে উপসর্গে মৃত মোঃ জাহাঙ্গীর (৫৫)ও রয়েছেন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে হাজীগঞ্জের সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতও রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭৫জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ জানা গেছে। সূত্র জানায়, শনিবার ৫৭টি রিপোার্ট আসে। এর মধ্যে ১৭টি করোনা পজেটিভ। বাকী ৪০টি নেগেটিভ।

সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৫জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২২জন, মতলব দক্ষিণে ২০জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ৬জন। এছাড়া জেলায় মোট ২১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন চাঁদপুর প্রবাহকে জানান, নতুন আক্রান্তদের মধ্যে শহরের বঙ্গবন্ধু সড়কের পিতা-পুত্র (বয়স ৫০ বছর ও ২০ বছর), ষোলঘর এলাকার ১ আনসার সদস্য (২৭), রেলওয়ে হরিজন কলোনীর ১ ব্যক্তি (৫২), প্রফেসরপাড়া এলাকার ১ নারী (৪৯) এবং চান্দ্রা এলাকার এক নারী (৪৫) রয়েছেন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, শনিবার চাঁদপুর থেকে আরো ৬৭টি নমুনা পাঠানো হয়েছে। এ নিয়ে প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২২৫৩টি। রিপোর্ট এসেছে ১৯৯৩টি। রিপোর্ট অপেক্ষমান ২৬০টি।

তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২৭৫জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬৮জন। চিকিৎসাধীন আছেন ১৮৬জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১২০জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১০৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৬জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪৪জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯জন।

শেয়ার করুন

মন্তব্য করুন