চাঁদপুরে আরো ২৯জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ২০৩৬

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার আরো ২৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, হাইমচরর ২জন, মতলব উত্তরের ৬জন, মতলব দক্ষিণের ৮জন, ফরিদগঞ্জের ৬জন, হাজীগঞ্জের ২জন ও কচুয়ার ১জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৩৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার (১৭ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ১২৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৯টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৯৫টি রিপোর্ট করোনা নেগেটিভ।

একই দিনে করোনা থেকে মুক্ত হয়েছেন ‌১৭জন। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, কচুয়ার ৩জন, শাহরাস্তির ৪জন, মতলব দক্ষিণের ২জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৩৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮০৫জন, ফরিদগঞ্জে ২৩৯জন, মতলব দক্ষিণে ২২০জন, শাহরাস্তিতে ১৯৯জন, হাজীগঞ্জে ১৮৯জন, মতলব উত্তরে ১৭৩জন, হাইমচরে ১৩১জন ও কচুয়ায় ৮০জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, সোমবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭৯৭৩টি। রিপোর্ট এসেছে ৭৯০০টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২০৩৬জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৫৩৮জন। চিকিৎসাধীন আছেন ৪২৩জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৫৯জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭২৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩০জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১৪০৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৪২৭জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৭৮জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)