চাঁদপুরে ৫ পুলিশসহ আরো ১২জনের করোনা শনাক্ত : আক্রান্ত বেড়ে ৪৬

রহিম বাদশা
চাঁদপুরে ৫ পুলিশ সদস্যসহ আরো ১২জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। জেলায় করোনা সংক্রমণের পর এটাই একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্তের ঘটনা। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪জন। সুস্থ হয়েছেন ১১জন।

শনিবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ (৯ মে) মোট ১৫০জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২জনের রিপোর্ট করোনা পজেটিভ। তাদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন, মতলব উত্তরের ২জন ও শাহরাস্তির ২জন রয়েছেন। বাকী ১৩৮জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ৪, মতলব উত্তরে ৫, কচুয়ায় ২, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২জন। উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলায় এখনো করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।

সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে আরো ৫জন পুলিশ সদস্য, ১জন ইউপি সচিব ও ১জন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন। আক্রান্ত সব পুলিশ চাঁদপুর মডেল থানায় কর্মরত, ইউপি সচিব মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে কর্মরত, ল্যাব টেকনোলজিস্টের বাড়ি শাহরাস্তি উপজেলায়। তিনি চাঁদপুর শহরের একটি প্রাইভেট প্যাথলজিতে কর্মরত বলে জানা গেছে।

এ নিয়ে চাঁদপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৮জন। নতুন আক্রান্ত ৫ পুলিশ সদস্যের মধ্যে ৪জন এসআই ও ১জন কনস্টেবল। তারাও চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত। অর্থাৎ মডেল থানার ৫জন এসআই ও ৩জন কনস্টেবল এখন করোনায় আক্রান্ত।

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও করেনা নেগেটিভ এসেছে। অর্থাৎ পরপর দু’টি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনা মুক্ত হিসেবে বিবেচ্য। তিনিসহ এখন জেলায় করোনা থেকে মুক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২জন। তবে ইউএনও-কে রোববার আনুষ্ঠানিকভাবে করোনা মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হবে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত এক প্রেস নোটে জানানো হয়, শনিবার আরো ২৩জনের নুমনা পাঠানো হয়েছে করোনা টেস্টের জন্য। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৭২৩। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৬৯২টির। রিপোর্ট অপেক্ষমান রয়েছে ৩১টি।

এতে আরো বলা হয়, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১১জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬২৪জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪৩৮জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮৬জন।

শেয়ার করুন

মন্তব্য করুন