নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার আরো ৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, হাইমচরের ৩জন ও মতলব দক্ষিণের ১জন।
একই দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬জন। এর মধ্যে চাঁদপুর সদরের ৮জন, শাহরাস্তির ৩জন, মতলব দক্ষিণের ২জন ও ফরিদগঞ্জের ৩জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৯৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, সোমবার (২৪ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৬৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৫৭টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৯৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮৩৫জন, ফরিদগঞ্জে ২৪২জন, মতলব দক্ষিণে ২২৫জন, শাহরাস্তিতে ২০৩জন, হাজীগঞ্জে ১৯২জন, মতলব উত্তরে ১৮০জন, হাইমচরে ১৩৭জন ও কচুয়ায় ৮০জন।
জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, সোমবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৮৪৫১টি। রিপোর্ট এসেছে ৮৩৭০টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২০৯৫জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৬৫৪জন। চিকিৎসাধীন আছেন ৩৬৫জন।
এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৯৯জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৮৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৬জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১৬৪১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৮৯১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭৫০জন।