চাঁদপুরে আরো ৯জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ১৯৩৪

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার আরো ৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৮জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। একই দিনে ২৫জনকে করোনামুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১০জন, কচুয়ার ১জন, মতলব উত্তরের ৪জন, মতলব দক্ষিণের ২জন, শাহরাস্তির ২জন, হাজীগঞ্জের ৫জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৩৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৫৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৫০টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯৩৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৬৫জন, ফরিদগঞ্জে ২১৭জন, মতলব দক্ষিণে ২০৪জন, শাহরাস্তিতে ১৯৬জন, হাজীগঞ্জে ১৮৭জন, মতলব উত্তরে ১৫৭জন, হাইমচরে ১২৯জন ও কচুয়ায় ৭৯জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, সোমবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭৪২৭টি। রিপোর্ট এসেছে ৭৩০৬টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯৩৪জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩৭০জন। চিকিৎসাধীন আছেন ৪৮৯জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৯০জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৪৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪১জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৯৯৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৭৫৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২২৪৪জন।

শেয়ার করুন

মন্তব্য করুন