ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে এর চালক মো. জামাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধামড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি অটোরিক্সা শোরসাক থেকে সূচীপাড়া যাওয়ার পথে ধামরা গ্রামের পুলের পাশে বৃষ্টিভেজা কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মো. জামাল হোসেন (৩৫) নিহত হন।
নিহতের বাড়ি ওই ইউনিয়নের শোরসাক পশ্চিম পাড়া রৌশাগাজী মিজি বাড়ি। সে ওই গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) নূরুল আনোয়ার ও সহকারী উপ-পরিদর্শক মো. শোয়েব আখন্দ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী মৌসুমি জানান, জীবিকার সন্ধানে বেরিয়ে তার স্বামী লাশ হয়ে ফিরলো। তার ২ কন্যা ও ১ পুত্র সন্তানকে দেখার কেউ রইলো না।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।