নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের কচুয়ার ইয়াবাসুন্দরী উমম্ম হাসিনাকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন অভিযানে প্রভাবশালী ইয়াবাসুন্দরী হাসিনাকে আটক করে কচুয়া থানায় নিয়ে যায়।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে ১০ দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের তৃতীয় দিনে অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন তালতলী গ্রামস্থ (পাটওয়ারী বাড়ী) তল্লাশী করে ৫ হাজার পিস ইয়াবাসহ উম্মে হাসিনা (৪১) নামীয় মাদকসম্রাজ্ঞীকে গ্রেফতার করা হয়।
পরে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।