নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ও হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সোমবার (২১ জুন) একদিনেই জেলায় ৪১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৬জন, ফরিদগঞ্জের ১২জন, মতলব দক্ষিণের ৩জন, শাহরাস্তির ৮জন, হাইমচরের ১জন ও কচুয়ার ১জন রয়েছেন। একই দিনে ১১জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ১জন ও শাহরাস্তির ২জন।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৩২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২৪জন। সুস্থ হয়েছেন ৪৬৭১জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৩৭জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৩জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার জেলার ১৫০জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪১জনের করোনা পজেটিভ।