চাঁদপুরে এক যুবকের লাশ উদ্ধার

আমান উল্যা আমান :
চাঁদপুরের ফরিদগঞ্জের বিশকাটালি থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উপজেলার ১২নং চরদুখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিষকাটালি গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।

ওই যুবক বিষকাটালি গ্রামের দুলাল বেপারীর ছেলে শরীফ হোসেন দিপু (২৫) এবং তিনি পেশায় একজন অটোরিক্সাচালক।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, সে প্রতিদিনই অটো চালিয়ে বাড়িতে আসতেন, ঘটনার দিন রাতে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজির এক পর্যায় দেখে বাড়ির পাশের একটি জারুল গাছে তার মৃত দেহ ঝুলে আছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিশকাটালি গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন