শিমুল হাছান :
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আবির হাসান (২৫) নামের এক যুবককে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
২৫ ডিসেম্বর রাতে স্বামী পরিত্যক্তা নারী নিজে ফরিদগঞ্জ থানায় এসে বিয়ের প্রলোভন দেখিয়ে হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপর ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মান্নানের নির্দেশে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধর্ষক হাসানকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
সোমবার সকালে পুলিশ ধর্ষক হাসানকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠায়। অন্যদিকে ওই নারীকে পুলিশি হেফাজতে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। অভিযুক্ত আবির হাসান উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজিপুর গ্রামের মৃত ইসফাক পাঠানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক আবির হাসান বিয়ের প্রলোভন দিয়ে গত দু’বছর যাবৎ স্বামী পরিত্যক্ত এক সন্তানের জননীর সাথে শারীরিক সম্পর্ক করে আসছেন। সর্বশেষ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঐ নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মান্নান জানান, ধর্ষককে আটক করে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।