চাঁদপুরে করোনাজয়ী ১৫৩জন পুলিশ সদস্যকে এসপির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হওয়া চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)সহ ১৫৩জন পুলিশ সদস্য করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। বুধবার পুলিশ সুপার পুলিশ লাইন্সের ড্রিল সেডে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)।

করোনা যুদ্ধে জয়ীদের মধ্যে পুলিশ সুপার ১জন, পুলিশ পরিদর্শক ৯জন, এসআই ৩৫জন, এএসআই ২৪জন, নায়েক ৫জন, কনস্টেবল ৮১জন। করোনা যোদ্ধারা তাদের কর্মস্থলে যোগদান করায় তাদের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য পুলিশ সুপার তাদেরকে রজনীগন্ধ্যা ও গোলাপ দিয়ে বরণ করে নেন। তিনি তাদের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব (সার্কেল) মোঃ আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার কচুয়া (সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ ওলি, শাহরাস্থি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এলএলবি এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।

এছাড়া কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মহিউদ্দিন, ডিআইও-১ মোঃ মাহবুবুর রহমান, টিআই এডমিন সাইফুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। তিনি সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কাজী আব্দুর রহিম তাকেও ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের সকল মাঠ পর্যায়ের কর্মকর্তারাও শুভেচ্ছা জানান।

সদ্য চাঁদপুর জেলায় যোগদানকারী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কাজী আব্দুর রহিম নোয়াখালী জেলায় কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন। তাকেও চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)