চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের সংখ্যা অর্ধশত ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাস পরিস্থিতি প্রতিরোধে চাঁদপুর জেলা সদর ও উপজেলা পর্যায়ে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর পর্যায়ক্রমে আক্রান্ত হতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

শনিবার (২০ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা পুলিশের ৫৪জন কর্মকর্তা ও সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে প্রথম দিকে পুলিশের ব্যক্তিগত সুরক্ষা না থাকলেও কাজ করতে হয়েছে। পরবর্তীতে সকল পুলিশ সদস্যকে ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিই, মাস্ক ইত্যাদি দেয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার ১৫জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেলা পুলিশের সদস্য ১২জন রয়েছে। এর আগে জেলা পুলিশের ৪২জন আক্রান্ত হন। নতুন আক্রান্ত বাকী ৩ পুলিশ সদস্য অন্য ইউনিটের।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, মডেল থানার কর্মকর্তা ও সদস্য মিলিয়ে ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা সকলে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন। বর্তমানে তারা সকলে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

হাইমচর থানার ওসি মো. জহিরুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, শনিবার পর্যন্ত জেলা পুলিশের ৫৪জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ১৮জন সদস্য ইতোমধ্যে সুস্থ হয়েছেন। সুস্থ পুলিশ সদস্যের সংখ্যা বেশিও হতে পারে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)